রাউন্ড ০৭ অনলাইনে গোপনীয়তা ও নিরাপত্তা

নিজের নিরাপত্তার জন্য যেমন বাস্তব জীবনে নেই নানা সতর্কতা তেমনি অনলাইনে বিচরণের ক্ষেত্রেও নিতে হবে বিভিন্ন নিরাপত্তা পদক্ষেপ। 

রাকিব ইমেইলে একটা দুঃখের খবর পেল যে, নাইজেরিয়ার এক ধনীর সকল সম্পদ সরকার কেড়ে নিচ্ছে। তার ব্যাংকের টাকাগুলো বাঁচাতে সে রাকিবের সাহায্য চেয়ে ইমেইল করেছে। রাকিব তার নাম, ঠিকানা ও ব্যাংকের তথ্য দিলেই সে টাকাগুলো তাকে পাঠিয়ে দেবে। রাকিবের এখন কী করা উচিত?
১ / ১০
১০ % সম্পন্ন হয়েছে
নিজের ডিভাইসের নিরাপত্তা যাতে ব্যাহত না হয় তার জন্য নিচের কোন কাজটি করতে হবে?
২ / ১০
২০ % সম্পন্ন হয়েছে
একাউন্টে গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষার জন্য নিচের কোনটি করা প্রয়োজন?
৩ / ১০
৩০ % সম্পন্ন হয়েছে
তোমার খুব ভালো এক বন্ধু মোবাইল সিম হারিয়ে ফেলায় সে সবার ফোন নম্বর হারিয়ে ফেলেছে। তাই দলীয় চ্যাটে সে সবাইকে ফোন নম্বর দিতে বলল, তুমি কী করবে?
৪ / ১০
৪০ % সম্পন্ন হয়েছে
তোমার বন্ধু যদি আরেক বন্ধুর ফেসবুক পাসওয়ার্ড তোমাকে জানায় তবে তুমি কী করবে?
৫ / ১০
৫০ % সম্পন্ন হয়েছে
ফেসবুক অ্যাকাউন্টের গোপনীয়তা রক্ষা করতে কী করবে?
৬ / ১০
৬০ % সম্পন্ন হয়েছে
স্বল্প পরিচিত কারো বাসায় ল্যাপটপ নিয়ে গেলে কী সাবধানতা অবলম্বন করতে হবে?
৭ / ১০
৭০ % সম্পন্ন হয়েছে
অনলাইনে তোমার বন্ধু তার হাস্যকর একটা ছবি তোমার সাথে ইনবক্সে শেয়ার করলো, এখন তুমি কী করবে?
৮ / ১০
৮০ % সম্পন্ন হয়েছে
প্রাইভেসি বজায় রাখবো _________________
৯ / ১০
৯০ % সম্পন্ন হয়েছে
মালিহার একাউন্ট হ্যাক হয়ে গিয়েছে। এখন তাকে কী করতে হবে?
১০ / ১০
১০০ % সম্পন্ন হয়েছে
রাউন্ড ০৭ অনলাইনে গোপনীয়তা ও নিরাপত্তা