রাউন্ড ১৯ ইন্টারনেটে সচেতন বুদ্ধিদীপ্ত আচরণ

এই কনটেন্টগুলো পড়ে উত্তর করুন: সাইবার বুলিং - সুরক্ষিত সাইবার জগৎ  - ডিজিটাল ফুটপ্রিন্ট ও ব্যক্তিগত ভাবমূর্তি - ডিজিটাল সেলফ ইমেজ এবং ব্যক্তি পরিচয় - অনলাইনে যোগাযোগ ও ব্যক্তি সম্পর্ক - ইনফরমেশন লিটারেসি - অনলাইনে গোপনীয়তা ও নিরাপত্তা -  ডিজিটাল আইন

তুমি যদি সাইবার বুলিং এর শিকার হও তবে কী করবে?
১ / ১০
১০ % সম্পন্ন হয়েছে
শিহাবের ক্লাসে একজন নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে। ক্লাসের কেউ সেই শিক্ষার্থীর নামে ফেক আইডি খুলে অপ্রীতিকর ছবি, মিম ও ভিডিও আপলোড করছে। শিহাবের কী করা উচিত?
২ / ১০
২০ % সম্পন্ন হয়েছে
অনীক কয়েক সপ্তাহ ধরে অপরিচিত একজনের সাথে অনলাইনে চ্যাট করে। এই অনলাইন বন্ধুর সাথে তার নিজের অনেক পছন্দ অপছন্দ মিলে যায়। তারা এখন দেখা করার কথা ভাবছে। এমন অবস্থায় তোমার অনীককে কী পরামর্শ দেওয়া উচিত?
৩ / ১০
৩০ % সম্পন্ন হয়েছে
তোমার ডিজিটাল ফুটপ্রিন্ট নিয়ন্ত্রণে রাখতে কী করবে?
৪ / ১০
৪০ % সম্পন্ন হয়েছে
সাদিয়া একটা ইমেইল পেয়েছে, তাতে বলা হয়েছে তার সোশ্যাল মিডিয়ার একাউন্টে একটা সমস্যা পাওয়া গেছে যে তার একাউন্ট থেকে বিভিন্ন জায়গায় সরকার বিরোধী পোস্ট করা হচ্ছে। এই সমস্যা সমাধান করার জন্য সাদিয়ার ব্যক্তিগত তথ্য চাওয়া হয়েছে ইমেইলে। সাদিয়ার কি করা উচিত?
৫ / ১০
৫০ % সম্পন্ন হয়েছে
তোমার কোনো বন্ধু অনলাইনে তোমার এমন একটি ছবি শেয়ার করেছে যা তোমার একদম পছন্দ হচ্ছে না। তোমার কী করা উচিত?
৬ / ১০
৬০ % সম্পন্ন হয়েছে
তোমার বন্ধু আদিব ছবি তুলতে ভালবাসে। কিন্তু সে ছবি আপলোড করলেই অনেক অপরিচিত মানুষ আজেবাজে মন্তব্য করে একারণে প্রায়ই তার মন খারাপ থাকে। তার জন্য তোমার পরামর্শ কী?
৭ / ১০
৭০ % সম্পন্ন হয়েছে
তিতির অনলাইনে ব্রাউজ করছে। এসময় একটি সাইটে রেজিস্টার করতে যেতে গিয়ে দেখলো ১৩ বছর বয়স না হলে সেখানে একাউন্ট খোলা যাবে না। তিতিরের বয়স তিন মাস পরই ১৩ বছর হবে। এখন তার কী করা উচিত?
৮ / ১০
৮০ % সম্পন্ন হয়েছে
প্রয়োজনীয় নির্ভরযোগ্য তথ্যের উত্স খুঁজে বের করে যথাযথভাবে ব্যবহারের জন্য কোন দক্ষতা প্রয়োজন?
৯ / ১০
৯০ % সম্পন্ন হয়েছে
কার সাথে নিজের একাউন্টের পাসওয়ার্ড শেয়ার করা যেতে পারে?
১০ / ১০
১০০ % সম্পন্ন হয়েছে
রাউন্ড ১৯ ইন্টারনেটে সচেতন বুদ্ধিদীপ্ত আচরণ